★ মুমিন মুসলিমরাই বাংলাদেশের প্রকৃত সংখ্যালঘু ★
লিখেছেন লিখেছেন জিহর ৩১ অক্টোবর, ২০১৬, ১০:৫৪:৩৮ রাত
লিখা : তালুকদার জহির
.
আমি ২৬ মার্চের কালো রাত দেখিনি ! কিন্তু ৫ই মে দেখেছি...!
৭১এ হিন্দুদের মুসলিম সাজতে আমি দেখিনি...!
কিন্তু ৬ই মে আমায় টুপি পাঞ্জাবি ছেড়ে পরতে হয়েছিল বিজাতীয় পোশাক । আমি নিজে সেদিন সেজেছি অমুসলিমেরর সাজে...!
তখন আমি কেঁদেছি...! ভার্সিটি পড়ুয়া রড়ো ভাই আমার "হেফাজতে''র কথাই তখন বড়ো করে দেখেছেন...! হেফাজতে ইসলামের কি হলো বা হবে? সেটা তার মাথায় ছিল না...! আমার ঢাকা ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল,...! পথে সরকার দলিয় কেডারেরা প্রতিটা গাড়ি থামিয়ে চেকিং করছিল, যেন কোন মুসলিম সুস্থ ভাবে বাড়ি ফিরতে না পারে..! ( বেটাদের যথাযথ শিক্ষা দিতে হবে..!)
আমার সামনের সিটে বসে থাকা "পাচকল্লি" টুপি পরিহিত ১০ কি ১১ বছরে মক্তব পড়ুয়া ১ শিশু ছিল তার মামার কোলে...! যখন আমাদের গাড়িটা থামানো হলো ( চেকিংএর জন্য ) , ছেলেটার মামা ওর মাথায় থাকা টুপিটা খুলে নিতে চাচ্ছিলেন । কিন্তু অবুঝ শিশুর এতোটুকু বোধ ছিল যে, ও ছোট, তাই ওকে "তারা "(!) মারবে না । তাই সে মাথার টুপিটা খুললো না । সালাম সেই মক্তব বালককে..!
.
এর পর অনেকের আর মাদ্রাসাভিত্তিক পড়াশোনা করার সুজোগ হয়নি...! তাদের মধ্যে আছে আমার তিন জন ক্লাসমেট, পাড়া সম্পর্কেরর এক ভাতিজা..! যাদের মাঝে কেউ কেউ নিজের নামের সাথে লেপ্টে থাকা "হুজুর" পরিচয় (!) টুকু মুছে ফেলেছে চিরতরে..! শুনেছিলাম যে, মরা নদীর রেখা ১২ বছর পর্যন্ত থাকে...! ঐ সব দলছুটো বন্ধুদের এবং সেই ভাতিজা কে দেখে আমার কাছে এ কথাটাই প্রতিয়মান হলো হলো যে, ( শোনা কথায় কান দিতে নেই...! )
আমরা যে সব দাবী নিয়ে এসেছিলাম তার কোনটাই রাখা হয়নি..! উল্টো পানিশমেন্ট পেয়েছি আজিবনের...!
তাই তো আজও ফেবুতে দেখতে হয় আল্লাহর ঘরের অবমাননা ...! আর সেই কুলাঙ্গারের শাস্তির দাবিতে মিছিল করার অভিযগে ৬ মুসল্লি গ্রেফতার..!
এসব করার কোন অধিকার বা সুজোগ নেই আমাদের..! কেননা আমরা নিজ ঘরে বন্দি, নিজ দেশে পরাজিত..! তার চেয়ে ভালো হতো সংখ্যালঘু হলে..! কম পক্ষে "ইমরান এইচ সরকার" ( ? ) কে পেতাম আমাদের পাশে...
.
বাই : তালুকদার জহির
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিধর্মীদের আচার অনুষ্ঠান এদেরকে বেশ টানে ।
আওয়ামীলীগ নিষিদ্ধ করা হোক
আওয়ামীলীগ ১ টি জঙ্গি সংগঠন
আওয়ামীলীগ নিষিদ্ধ করা হোক
আওয়ামীলীগ নিষিদ্ধ করা হোক
আওয়ামীলীগ ১ টি জঙ্গি সংগঠন
আওয়ামীলীগ নিষিদ্ধ করা হোক
মন্তব্য করতে লগইন করুন